সাধারণ জীবনে ফেরার পুরস্কার পেলেন মাওবাদীরা। পুরুলিয়ায় চাকরি পেলেন ১৯ জন প্রাক্তন মাওবাদী। এদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা। সোমবার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মঙ্গলবার থেকে ৪২ দিনের ট্রেনিং হবে তাঁদের। নিয়োগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, যাদের নিয়োগ করা হল মঙ্গলবার থেকে ৪২ দিনের জন্য ট্রেনিংয়ে পাঠানো হবে। যারা নিয়োগ পেলেন তারা অনেকেই সক্রিয় মাওবাদী যেমন ছিলেন তেমনই বেশ কিছু লিঙ্কম্যানও রয়েছেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট ২০৬ মাওবাদীকে হোমগার্ড পদে চাকরী দেওয়া হয়েছে। অনেকেই নিজেদের মাওবাদী দাবী করে চাকরী চাইছেন। এ নিয়ে পুলিশ সুপার জানালেন এদের নিয়ে সঠিক তথ্য যাচাই করে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। তারপর রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো কাজ হবে। এদিন নিয়োগপত্র পেয়ে স্পষ্টতই খুশি প্রাক্তন মাওবাদীরা।
সাধারণ জীবনে ফেরার পুরস্কার পেলেন মাওবাদীরা। পুরুলিয়ায় চাকরি পেলেন ১৯ জন প্রাক্তন মাওবাদী। এদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা। সোমবার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মঙ্গলবার থেকে ৪২ দিনের ট্রেনিং হবে তাঁদের। নিয়োগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, যাদের নিয়োগ করা হল মঙ্গলবার থেকে ৪২ দিনের জন্য ট্রেনিংয়ে পাঠানো হবে। যারা নিয়োগ পেলেন তারা অনেকেই সক্রিয় মাওবাদী যেমন ছিলেন তেমনই বেশ কিছু লিঙ্কম্যানও রয়েছেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট ২০৬ মাওবাদীকে হোমগার্ড পদে চাকরী দেওয়া হয়েছে। অনেকেই নিজেদের মাওবাদী দাবী করে চাকরী চাইছেন। এ নিয়ে পুলিশ সুপার জানালেন এদের নিয়ে সঠিক তথ্য যাচাই করে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। তারপর রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো কাজ হবে। এদিন নিয়োগপত্র পেয়ে স্পষ্টতই খুশি প্রাক্তন মাওবাদীরা।