সিবিআই-ইডিকে বুড়ো আঙুল দেখিয়েই কয়লা খনিতে চলছে কয়লা লুট, ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি

দিন রাত এক করে চালছে কায়লা কান্ডের তদন্ত। একের পর এক নেতা মন্ত্রীকে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। কয়লাকাণ্ডে কখন কাকে ডেকে বসে ইডি বা কার বাড়িতে পৌঁছবে সিবি আই তা কারোরই সঠিকভাবে জানা নেই। আর ঠিক এই সময়েই আসানসোলের ভানোরা খোলামুখ খনিতে খনিগর্ভে শাবল গাইতি নিয়ে চলছে কয়লা লুট। সিবিআই বা ইডি কে বুড়ো আঙুল দেখিয়ে ইস্টার্ন কলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে কাজ চলাকালীন অবৈধ ভাবে চলছে কয়লা কাটার কাজ। শুধু তাই নয়। খনিগর্ভে rat whole এ ঢুকে কয়লা কাটছে বহিরাগতরা। মাথার ওপর পাথর ও কয়লার চাই ঝুলছে। সেখানেই কয়লা কাটা হচ্ছে। বস্তায় ভর্তি করা হচ্ছে। খনি র বাইরে জমা করা হচ্ছে। তারপর কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। কেউ বা আবার পাচার করছে। না এমন কোনো ঘটনাই ঘটছে না। খনি আধিকারিক নাকি দেখতে পাচ্ছেন না। প্রথমে ক্যামেরার লেন্স হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করলেও পরে অবশ্য বলেছেন এমন ঘটনা নাকি ঘটেইনি। শুধু তাই নয়। ওপর এক আধিকারিক বলেন সিবিআই, ইডি হলে কি হবে ? চুরি রুখতে গেলে মার খেতে হবে। এই দায়িত্ব ইসিএল নিরাপত্তারক্ষী এবং সি আই এস এফ এর। তারা তো কেউ খনিতে নামে না। কখনো সখনো চিৎকার করে। হ্যাট হ্যাট করে। কয়লা চুরি হচ্ছেই। গোটা খনি জুড়ে কোনো নিরাপত্তা রক্ষী দেখা না গেলেও সরকারি অফিসার তথা ইসিএল এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসার বলেন যে তিনি তো আছেন। কয়লা চুরির বিষয় বলতেই উল্টে সাংবাদিক কে প্রশ্ন করেন কোথায় চুরি হচ্ছে ? আবার নিজেই বলেন না না এসব কিছু হচ্ছে না। প্রসঙ্গত, ই সি এল এর ভানোরা খোলামুখ খনির কয়লা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানি কে। কিন্তু সরকারি সম্পত্তি লুটের প্রক্রিয়া আটকানোর দায়িত্ব রয়েছে সরকারি আধিকারিক দের ওপরেই। তা সত্ত্বেও প্রকাশ্য চলছে কয়লা চুরি। কয়লা খনিতে বৃষ্টির জল জমে যাওয়ায় সরকারি কাজ কিছুটা বন্ধ থাকলেও অবৈধ কয়লা উত্তোলন চলছে রমরমিয়ে। খনি অফিসের ম্যানেজার, সার্ভেয়ার, সুপার ভাইজার , ওভারম্যান, কাঁটা বাবু , নিরাপত্তা রক্ষী সবাই আছেন। এনারা সবাই সরকারি কর্মী। কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না কয়লা লুট হচ্ছে। 

দিন রাত এক করে চালছে কায়লা কান্ডের তদন্ত। একের পর এক নেতা মন্ত্রীকে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। কয়লাকাণ্ডে কখন কাকে ডেকে বসে ইডি বা কার বাড়িতে পৌঁছবে সিবি আই তা কারোরই সঠিকভাবে জানা নেই। আর ঠিক এই সময়েই আসানসোলের ভানোরা খোলামুখ খনিতে খনিগর্ভে শাবল গাইতি নিয়ে চলছে কয়লা লুট। সিবিআই বা ইডি কে বুড়ো আঙুল দেখিয়ে ইস্টার্ন কলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে কাজ চলাকালীন অবৈধ ভাবে চলছে কয়লা কাটার কাজ। শুধু তাই নয়। খনিগর্ভে rat whole এ ঢুকে কয়লা কাটছে বহিরাগতরা। মাথার ওপর পাথর ও কয়লার চাই ঝুলছে। সেখানেই কয়লা কাটা হচ্ছে। বস্তায় ভর্তি করা হচ্ছে। খনি র বাইরে জমা করা হচ্ছে। তারপর কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। কেউ বা আবার পাচার করছে। না এমন কোনো ঘটনাই ঘটছে না। খনি আধিকারিক নাকি দেখতে পাচ্ছেন না। প্রথমে ক্যামেরার লেন্স হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করলেও পরে অবশ্য বলেছেন এমন ঘটনা নাকি ঘটেইনি। শুধু তাই নয়। ওপর এক আধিকারিক বলেন সিবিআই, ইডি হলে কি হবে ? চুরি রুখতে গেলে মার খেতে হবে। এই দায়িত্ব ইসিএল নিরাপত্তারক্ষী এবং সি আই এস এফ এর। তারা তো কেউ খনিতে নামে না। কখনো সখনো চিৎকার করে। হ্যাট হ্যাট করে। কয়লা চুরি হচ্ছেই। গোটা খনি জুড়ে কোনো নিরাপত্তা রক্ষী দেখা না গেলেও সরকারি অফিসার তথা ইসিএল এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসার বলেন যে তিনি তো আছেন। কয়লা চুরির বিষয় বলতেই উল্টে সাংবাদিক কে প্রশ্ন করেন কোথায় চুরি হচ্ছে ? আবার নিজেই বলেন না না এসব কিছু হচ্ছে না। প্রসঙ্গত, ই সি এল এর ভানোরা খোলামুখ খনির কয়লা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানি কে। কিন্তু সরকারি সম্পত্তি লুটের প্রক্রিয়া আটকানোর দায়িত্ব রয়েছে সরকারি আধিকারিক দের ওপরেই। তা সত্ত্বেও প্রকাশ্য চলছে কয়লা চুরি। কয়লা খনিতে বৃষ্টির জল জমে যাওয়ায় সরকারি কাজ কিছুটা বন্ধ থাকলেও অবৈধ কয়লা উত্তোলন চলছে রমরমিয়ে। খনি অফিসের ম্যানেজার, সার্ভেয়ার, সুপার ভাইজার , ওভারম্যান, কাঁটা বাবু , নিরাপত্তা রক্ষী সবাই আছেন। এনারা সবাই সরকারি কর্মী। কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না কয়লা লুট হচ্ছে। 

02:11জলা জমিতে ফ্লাট বানানোর ফল! আচমকাই ভেঙে পড়লো বহুতল, আতঙ্কে গোটা এলাকা03:00‘হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে’ শুভেন্দুর তীব্র গর্জন03:18Sonarpur Update : দেড় বছর ধরে সোনারপুরে লুকিয়ে ছিল! চাঞ্চল্যকর মন্তব্য ধৃত বাংলাদেশীর! দেখুন05:18সিদ্দিকুল্লা চৌধুরীকে পাল্টা দিলেন শুভেন্দু, দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা04:00'দুলাল সরকার খুনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর01:41Sonarpur : সোনারপুরে বসে কি ছক কষছিল ৫ বাংলাদেশী! গ্রেফতার হতেই পালাল বাড়ির মালিক02:04'সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা' স্যালাইন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর04:05অবশেষে খাঁচাবন্দি মৈপিঠের বাঘ, কীভাবে হল এই অসাধ্য সাধন? জানাচ্ছেন ফরেস্ট অফিসার02:34রাজ্য সড়ক অবরোধ করে জন্মদিন পালন তৃণমূল কাউন্সিলরের, গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী01:53Saline : আর কত প্রাণ গেলে ফিরবে হুশ? মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন