'এডিটর টকস'- ক্যাব আন্দোলন এবং মমতার হুঙ্কার এবার কোন পথে

ক্যাব আন্দোলন নিয়ে কোনওভাবেই পিছু না হঠার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি প্রতিবাদী পদযাত্রার শুরুতেই শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথাা বলেন।  

ক্যাব আন্দোলন নিয়ে আরও জটিল হতে পারে রাজ্যের পরিস্থিতি। গত সপ্তাহের শেষ থেকেই হিংসাত্মরক আন্দোলনে বিপর্যস্ত রাজ্যের জনজীবন। বিশেষ করে কলকাতার শহরতলি এবং জেলাগুলিতে পরিস্থিতি বিপজ্জনক। জায়গায় জায়গায় গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন লাগিয়ে ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। তেমনি, বহু রেলরুটে অবরোধের পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলাও হয়েছে। এর জেরে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। বিশেষ করে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ প্রায় ছিন্ন বলা চলে। কলকাতা ও হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী অসংখ্য ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সড়কপথেও অবরোধ এবং গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকেে শুরু করে রাজনৈতিক মহল- সকলেরই এদিনের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাব বিরোধী মিছিলে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাষাতেই জানিয়েছেন যে ক্যাব বিরোধী আন্দোলন চলবে। পিছু হঠার কোনও জায়গা নেই। তবে, শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথা বলেছেন তিনি। উস্কানিতে কান দিয়ে মানুষ যাতে হিংসার পথে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন। 

03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়06:07Krishnanagar : বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে এক এক করে ৫ জন মিলে...! বিরাট সাজা দিল আদালত