শাসনে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের দুই জঙ্গি। বুধবার উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এদের। জানা গিয়েছে আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং কাজি আহসান উল্লাহ তোপসিয়ার বাসিন্দা। আব্দুর রাকিব সরকার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও ছেলের জঙ্গি যোগের বিষয়টি অস্বীকার করেছে পরিবার। জানা যাচ্ছে, সংগঠনে আবদুল রাকিবের দায়িত্ব যথেষ্ট বড় ছিল। বাংলাদেশে 'আকিস'এর নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা ও তাদের নির্দেশ মতো সংগঠন বিস্তার করাই কাজ ছিল তার।
আল কায়দার ভারতের শাখা সংগঠনের সদস্য ধৃত আব্দুর রাকিবকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এসটিএফের হাতে। সূত্রের খবর, ধৃত রকিব জেরায় ১৭ জন আকিস নেতার নাম বলেছে। তাদের মধ্যে কয়েকজন অসম, ভোপালে ধরা পড়লেও অনেকেই এখনও গ্রেফতার হয়নি। তাদের খুঁজে বের করার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা।