আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রভাবটা কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝারগ্রাম,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান,বীরভূম তার সাথে মুর্শিদাবাদ এবং নদীয়ায় এইসব জায়গায় কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাতের।
উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। এবং অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং সেই সাথে দুই দিনাজপুর, মালদা এইসব জায়গায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।আগামী 48 ঘণ্টায় 11 থেকে 13 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। মৌসুমী বায়ু সেরকমভাবে এখনো দক্ষিণবঙ্গে প্রভাব ফেলেনি ক্ষেত্রে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী তিন-চার দিনের দু-এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।