কেউ আগে, তো কেউ পরে। এই পৃথিবী ছেড়ে চলে হবে সকলেই। কিন্তু রোগভোগ ছাড়া দীর্ঘ জীবন পাওয়াও তো কম কথা নয়! মালদহে শতায়ু বৃদ্ধের মৃত্যুতে আনন্দে মাতলেন পরিবারের সদস্যরা। শ্মশানযাত্রায় বাজল ডিজে, আবির খেললেন শ্মশানযাত্রীরা! নতুন বছরের প্রথম দিনে এমন দৃশ্য দেখে হতবাক অনেকেই। জানা গিয়েছে, মানিকচকের মথুরাপুর গ্রামে থাকতেন রফি মহলদার। ১০৫ বছর বয়সে বুধবার সকালে মারা যান তিনি। মৃতের নাতির কথায়, ১০৫ বছর বয়সে দাদু মারা গিয়েছেন। তাই আনন্দ করেই তাঁকে শ্মশানের নিয়ে যাচ্ছেন!