Kisan mandi: বেশি দামে ধান বেচতে কিসান মান্ডিতে রাতভর অপেক্ষা কৃষকদের

Kisan mandi: বেশি দামে ধান বেচতে কিসান মান্ডিতে রাতভর অপেক্ষা কৃষকদের

Published : Dec 02, 2021, 06:15 PM IST

ঠান্ডা উপেক্ষা করে কিসান মান্ডিতে রাতভর লাইন। সরকারি কিসান মান্ডিতে ধান বিক্রির ভিড়। এমনই ছবি ধরা পড়েছে মালদহের হবিবপুর কিসান মান্ডিতে। বাজারের তুলনায় কিসান মান্ডিতে ধানের বিক্রয়মূল্য বেশি।
 

কনকনে ঠান্ডায়, খোলা আকাশের নিচে জুবুথুবু হয়ে কাতারে কাতারে মানুষ। ফাঁকা জায়গায় হু হু করে বইছে উত্তুরে বাতাস। তবু শীত উপেক্ষা করেই রাতভর লাইনে। পুরুষ, মহিলা, বৃদ্ধ সকলেই ঠাঁই বসে সকালের অপেক্ষায়। উদ্দেশ্য সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি। এমনই ছবি ধরা পড়েছে মালদা হবিবপুর কিষান মান্ডিতে। কিন্তু, প্রশ্ন উঠছে এভাবে রাতভর লাইন কেন? খোলা বাজারের তুলনায় সরকারি কিষান মান্ডিতে বিক্রয় মূল্য অনেকটাই বেশি। আর এতেই মালদহের বিভিন্ন সরকারি কিষান মান্ডিতে ধান। বিক্রির হিড়িক কৃষকদের। পরিস্থিতি সামাল দিতে দৈনিক একশো জন করে কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন কিষাণ মান্ডি। আর এই একশো জনের তালিকায় নাম তোলা এবং ধান বিক্রির "ডেট" পাওয়ার জন্যই রাত জেগে চলছে লাইন। ফোড়েদের দৌরাত্ম্য ঠেকাতে যাঁরা ধান বিক্রি। করবেন তাঁদের প্রত্যেককেই সশরীরে কিষান মান্ডিতে হাজির থাকার সরকারি নির্দেশ রয়েছে। আর ভিড় এড়াতে  গভীর রাতে চলছে হাজিরা দেখে নাম লেখার কাজ। এজন্য সন্ধ্যা থেকে শুরু হওয়া লাইন চলছে সারারাত। অনেকে একদিন লাইনে অপেক্ষা করে নাম লেখাতে না পারায়, পরদিন আরও তাড়াতাড়ি এসে হাজির হচ্ছেন সরকারি কিষান মান্ডিতে। এভাবে যত দিন যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে লাইন। রাতে কিষাণ মান্ডির বাইরে খোলা মাঠে কাঁথা-কম্বল, টুপি- চাদরে শরীর ঢেকে, শুয়ে বসে চলছে ধান বিক্রির লড়াই। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই।সরকারিভাবে আজ থেকে মালদহেও শুরু হচ্ছে কৃষকদের থেকে ধান কেনার কাজ। এজন্য কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে রাতজেগে লাইন। এবছর সরকারিভাবে কুইন্টাল পিছু ধানের দাম ধার্য হয়েছে ১৯৪০ টাকা। অথচ, খোলাবাজারে এপর্যন্ত দাম উঠেছে প্রতি কুইন্টাল মাত্র ১৪০০--১৫০০ টাকা। এই ফারাকের জন্য ভিড় বাড়ছে কিষাণ মান্ডি গুলিতে। প্রথমে কৃষক প্রতি সর্বোচ্চ ৪৫ কুইন্টাল করে ধান বিক্রির কথা বলা হলেও পরে কৃষক প্রতি সর্বোচ্চ ২৫ কুইন্টাল ধান বিক্রি করা যাবে বলে স্থানীয় স্তরে সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, প্রতিদিন সর্বোচ্চ একশো জন কৃষকের ধান কেনার সিদ্ধান্ত হওয়ার ফলে বাড়ছে সমস্যা। কৃষকরা জানিয়েছেন, শুধু হবিবপুরের কৃষক কার্ড রয়েছে ১২ হাজার। এক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ একশো জন করে ধান কেনা হলে বা ডেট দেওয়া হলে বেশিভাগ কৃষক বঞ্চিত হবেন এমন আশঙ্কাও রয়েছে কৃষকদের মধ্যে। সরকারি সিদ্ধান্ত নিয়ে বাড়ছে ক্ষোভ। প্রশ্ন তুলছেন কৃষকরা। সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রির জন্য কৃষকদের ভিড়কে রাজ্য সরকারের সফলতা বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন, সেচ ও স্বনির্ভর গোষ্ঠীর ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কৃষকদের হয়রানি ঠেকাতে জেলা প্রশাসনকে আরও বেশিসংখ্যক ক্যাম্প করে ধান কেনার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। রাতভর লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই বরং কৃষকরা ধৈর্য ধরুন এমনই আর্জি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের।

06:47'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
03:25বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের | Mohan Bhagwat | Babri Masjid
06:47Humayun Kabir: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
06:41'মমতা আর দু'বার জিতলেই...' তোলপাড় করা মন্তব্য করলেন দিলীপ | Dilip Ghosh | BJP News | TMC | Egra
10:53Mohan Bhagwat on Bangladesh: দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি RSS প্রধান মোহন ভাগবতের
04:43India Bangladesh: বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদে হাওড়ায় বিক্ষোভ! জ্বলল ইউনুসের কুশপুত্তলিকা
06:40Dilip Ghosh : 'মমতা আর দু'বার জিতলেই...' তোলপাড় করা মন্তব্য করলেন দিলীপ
08:57India Bangladesh: বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা! সরকারের উদ্দেশে কড়া বার্তা ভারতের হিন্দুদের
03:44'মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়' বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির | Bangladesh | India News
04:27বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক | Bangladesh India