শুক্রবার ভোর বেলায় আচমকাই একদল হাতি ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকে। এর পরেই সেখানে শুরু হয়ে যায় তাদের তান্ডব। হাতির দলটিতে ৩০ থেকে ৩৫ টি হাতি ছিল বলে জানাচ্ছে সেখানকার মানুষজন। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে হাতি গুলো চলে আসে সেখানে। গ্রামবাসীরা দেখতে পেয়ে বন দফতরে খবর দিলে তারা আসতে আসতেই গ্রামবাসীদের তাড়া খেয়েই হাতিগুলি পাশের জঙ্গলে আশ্রয় পালিয়ে যায়। প্রায় ৫০ বিঘেরও বেশি ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সেখানকার মানুষদের। এই নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, হাতির হানায় ক্ষতি হলে বন দফতর থেকে কোনো ক্ষতিপূরণই পাওয়া যায় না আর পাওয়া গেলেও তার পরিমাণ খুবই সামান্য।