বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, তার পুরো নাম সুপ্রিয় বড়াল। বাবুল সুপ্রিয়র বাবার নাম সুনীল চন্দ্র বড়াল। তিনি দুই বার আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হন।
বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, তার পুরো নাম সুপ্রিয় বড়াল। বাবুল সুপ্রিয়র বাবার নাম সুনীল চন্দ্র বড়াল। তিনি দুই বার আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হন। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং এবার ভোটে দাঁড়িয়েছেন বাবুল। বাবুল সুপ্রিয়র সম্পত্তির পরিমাণ অনেকেরই জানা নেই। হলফনামা পেশ করার সময় বাবুল সুপ্রিয়র হাতে ৪৭ হাজার টাকা ছিল। স্ত্রী রচনা শর্মার হাতে নগদ ছিল ৩১ হাজার টাকা। ব্যাঙ্ক একাউন্ট, গাড়ি, গয়না মিলিয়ে অর্থের পরিমাণ ২ কোটি ৪ লক্ষ ৮৪ হাজার ৮০১ টাকা। মোট ৫টি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি মিলে সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৭ লক্ষ টাকা। বাবুল সুপ্রিয়োর নামে বর্তমানে ১ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৮৬৮ টাকার লোন রয়েছে। তাঁর স্ত্রীর নামে লোনের পরিমাণ ১৯ লক্ষ ১০ হাজার ৬৩২ টাকা।