লিলুয়ায় রবারের গোডাউনে আগুন লেগে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার। সকাল ছটা নাগাদ লিলুয়ার এন এস রোডের একটি রবারের গোডাউনে আগুন লেগে যায়। এলাকার লোকজন দেখতে পেয়ে খবর দেয় দমকলে। দমকলের প্রথমে একটি ইঞ্জিন এবং পরে আরওন দুটো ইঞ্জিন এসে আগুন নেভায়। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে যায় সেখানে। কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনও সম্ভবনা নেই।