রুই, কাতলা থেকে ভেটকি, বোয়াল, ৫১৩ বছর ধরে মাছ মেলা চলছে কৃষ্ণপুরে, দেখুন ভিডিও

  • হুগলির কৃষ্ণপুরে মাছ মেলা 
  • ৫১৩ বছর ধরে চলছে উৎসব
  • মাঘ মাসের প্রথম দিন বসে মেলা
     

প্রতি বছরের মতো  এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে কৃষ্ণপুর গ্রাম।  হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পঞ্চায়েতের অধীনে ছোট্ট গ্রাম কৃষ্ণপুর। চলতি কথায় কেষ্টপুর। মেলার বয়স ৫১৩ বছর। নিয়ম মেনেই প্রতি বছর ১ মাঘ এখানে হরেক মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। 

কথিত আছে, এই এলাকায় একসময় জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার। গোবর্ধনবাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবর্তী  সময়ে উপাধি পেয়ে রঘুনাথ দাসগোস্বামী হয়ে ওঠেন। তিনি মাত্র ১৫ বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরীধামে যাত্রা করেন।  বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসলে আনন্দে মাতে জমিদার বাড়ি। সেই সময় স্থানীয়  কিছু বৈষ্ণব রঘুনাথকে বলেন,  'আমরা এত ডেকেও মহাপ্রভুর দর্শন পেলাম না কিন্তু তুমি এই বয়সেই প্রভুর দর্শন  পেয়ে গেলে?  তুমি যদি সত্যিই প্রভুর দর্শন পাও তাহলে এই অসময়ে ইলিশ মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও।' বৈষ্ণবদের কথা মতো রঘুনাথ মাঘ মাসে অসময়ে পুকুর থেকে ইলিশ  মাছ ও আম গাছ থেকে আম পেড়ে তাদের খাওয়ান বলে জনশ্রুতি রয়েছে। সেই সময় থেকে শুরু হয়ে যায় গ্রামবাসীদের উৎসব। তার সঙ্গে শুরু হয় মাছের মেলা। ৫১৩ বছর ধরে  সেই মেলা হয়ে আসছে ।
 

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে