ডুয়ার্সের হাসিমারার কাছে ভুটান সীমান্তে জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হল চোদ্দ ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এই বাঘ ছাল উদ্ধার করা হয়। পাঁচ পাচারকারী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই ভুটানের দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বাঘের চামড়ার গায়ে গুলির ক্ষত রয়েছে। চামড়াটি পূর্ণবয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের বলে জানিয়েছে বন দফতরের কর্তারা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা।
অসম থেকে ওই বাঘের চামড়া নিয়ে পাচারকারীরা প্রথমে ভুটানের গেলেফুতে যায়। সেখানে কয়েকদিন হোটেলে থেকে চামড়া নিয়ে আলিপুরদুয়ারের জয়গাঁয় আসে তাঁরা। এর পর ফের ভুটানের ফুন্টসোলিং হয়ে মঙ্গলবার রাতে জয়গাঁ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পাচারকারীরা। তখনই হাসিমারার কাছে তাদের হাতেনাতে ধরে ফেলা হয়। ধৃতদের কাছ থেকে মৃত রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরের মোট একশো দশটি হাড় উদ্ধার হয়েছে।