এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চন্দ্রকোনায়। নিখোঁজ হওয়া ৩ যুবকের নাম অর্ক রায়, শোভন কান্তি রায়, শুভজিৎ মঙ্গল। এই তিন যুবকের বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে জাড়া গ্রামে।
চন্দ্রকোনার কেঠিয়া খালের ধারে পিকনিক করতে আসেন ৮ যুবক। শনিবার পিকনিকে এসে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ যুবক। নিখোঁজ হয় অর্ক রায়, শোভন কান্তি রায়, শুভজিৎ মন্ডল
তিন যুবকের বাড়ি জাড়া গ্রামে। খালের ধার থেকে উদ্ধার নিখোঁজ যুবকদের জামা কাপড়। পুলিশের অনুমান স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তাঁরা। দফায় দফায় কেঠিয়াখালে তল্লাশি চালালেও কোন হদিস মেলেনি। রবিবার সকাল থেকেই ডুবুরি এনে তল্লাশি শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। এরপর রবিবার সকাল সাড়ে আটনা নাগাদ উদ্ধার হয় একজন যুবকের মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহ। তবে এখনও যুবকের পরিচয়া সংক্রান্ত বিষয়ে কিছুই জানা যায়নি। এই মৃত্যু কিভাবে হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।