গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি দুর্ঘটনা জাতীয় সড়কে। সিলিন্ডার বোঝাই গাড়িটি রানিহাটি বাসস্টপে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় গাড়িটিতে। প্রায় এক ঘণ্টা পরে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অনেক্ষণের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটে রাত সাড়ে বারোটা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড়ে। গাড়ির আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ডেকোরেটর দোকান ও কয়েকটি বাড়িতে। পাশেই একটি নার্সিংহোম থাকায় সেখান থেকে সমস্ত রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন আশপাশের বাড়ির বাসিন্দারা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ, ঘন্টা খানেকের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।