গত ৫১ বছরে এত বড় জাহাজ আসেনি হলদিয়া বন্দরে। হলদিয়া বন্দরে এসে পৌঁছোল ৬৬ হাজার মেট্রিক টনের জাহাজ। জানা গিয়েছে জাহাজটির নাম মনরুভিয়া। জাহাজের মধ্যে রয়েছে ৬৬ হাজার মেট্রিক টনের সামগ্রী। হলদিয়া বন্দরের ইতিহাস বলছে এত বড় জাহাজ গত ৫১ বছরে আসেনি সেখানে। এত বড় জাহাজ দেখে রীতিমত শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এত বড় জাহাজ দেখতে সেখানে ভিড় জমে সাধারণ মাবনুষের।