প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে মারধর। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঘটে এই ঘটনা। ঘটনার মুহূর্তের ভিডিও প্রাকাশ্য আসতেই তা ভাইরাল। ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। ভিডিও দেখে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে দেখা যাচ্ছে এক যুবক এক নাবালিকা ছাত্রীকে মারধর করা হচ্ছে। প্রকাশ্যে সেই মারধরের আংশিক প্রতিবাদ করছেন পাশে থাকা যুবকের বন্ধুরাও। কিন্তু মুখে প্রতিবাদ করলেও পুরো ঘটনার মোবাইলে ভিডিও রেকর্ড করে চলেছে তাঁরা। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পরিস্থিতি তৈরি হয় সম্প্রতি। ভিডিওটি পুলিশের হাতে আসতেই দাঁতন থানার পুলিশ তা নিয়ে নড়েচড়ে বসে। তদন্তে নেমে দাঁতন থানার পুলিশ মঙ্গলবার দাঁতনের ষড়রং এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। সঙ্গে থাকা বাকিরা ফেরার। বুধবার পুলিশ সুপার দিনেশ কুমার জানান, ভাইরাল ভিডিও দেখে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দাঁতন থানার আইসি নিজে গিয়ে পদক্ষেপ নিয়েছে। পকসো আইনে মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ষড়রং এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে প্রেমিকা ওই দশম শ্রেণীর ছাত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তাতেই হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে ছাত্রীকে রাস্তায় পেয়ে এভাবে মারধর করেছিল ওই যুবক প্রেমিক। পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছে ওই যুবকের বন্ধুরা।