দিঘা মোহনায় বছরের প্রথম ইলিশ। ৫০০ কেজি ইলিশ সেখানে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে ৫০০-৬০০ গ্রামের ইলিশ মিলছে ৬00 টাকায়। ৪ কেজির ইলিশ বিকোচ্ছে ১০০০-১২০০ টাকায়। দিঘা-শংকরপুর ফিসারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান হয়, দিঘার মোহনায় বছরের প্রথম ইলিশের দেখা মিলল। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাপক ইলিশ দেখা যাবে এমনটাই মনে করছেন দীঘার মৎস্যজীবীরা।