রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছল। এবার দুর্গার পুজোর কার্নিভালে ডেকে নিয়ে গিয়ে অপমান করার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, কার্নিভালের অনুষ্ঠান চলাকালীন চার ঘণ্টা ঘরে তাঁকে 'ব্ল্যাক আউট' করে রাখা হয়েছিল। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, অপমান করেও সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বিরত করা যাবে না।
ধনখড়ের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাঁকে অপমান করা হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে এ দিন তিনি বলেন, 'এই ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত এবং অপমানিত বোধ করেছি। তিন দিন চুপ করে থাকার পরে আজ আমি প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছি। আমি যে পদে রয়েছি, তাতে কীভাবে আমার সঙ্গে এমন আচরণ করা হল? সবাই চোখের সামনে সব দেখেছে, আমি বিদেশ থেকেও ফোন পেয়েছি। অনেকেই জিজ্ঞেস করছে এটা কী জরুরি অবস্থা চলছে?'