আবার ও চিটফান্ড কেলেঙ্কারি, এবার গ্রেফতার হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি, গ্রেফতারির খবরে খুশির হাওয়া বিজেপি শিবিরে
আবার ও চিটফান্ড কেলেঙ্কারি এই বাংলায় | এবার সিবিআই এর জালে হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি | এই প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি | তিনি জানান 'দুর্নীতির আঁতুড়ঘর এই তৃণমূল সরকার' | 'এটা একটা লুটের সাম্রাজ্য চলছে, আর গোটা তৃণমূল এর অংশীদার'- সন্দীপ | এই গ্রেফতারিতে যথেষ্ট খুশি বিজেপি বলে জানান তিনি |