সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা সহ ২

সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা সহ ২

Published : Feb 09, 2022, 03:49 PM IST

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগ। বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকার ঘটনা। স্থানীয়রাই প্রথম ভ্যানটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করলেই সত্যি সামনে আসে। স্থানীয়রাই থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

 বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকার ঘটনা।মঙ্গলবার দুপুরের পরে ৮,টা সবুজ সাথী সাইকেল একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় ভ‍্যানকে তাড়া করে আটক করে। এবং তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় সে সাইকেল গুলো কিনে নিয়ে যাচ্ছে। তারপর চারঘাট পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আটটি সবুজ সাথী সাইকেল সেগুলো থানায় জমা রাখা হয়েছে। চারঘাট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস সহ ভ্যানচালক গ্রেফতার সরুপনগর থানা অনিল শাউ এই ঘটনার তদন্তে নামে। কেনই বা সাইকেল গুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  ভ্যান চালক  নুর ইসলাম মন্ডল জিজ্ঞাসাবাদ করে জানতে করায় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এই সাইকেল গুলো কে বিক্রি করে দিয়েছে তার কাছে থেকে মোটা টাকায় গিয়েছে হাতেনাতে পাকড়াও করা স্থানীয় বাসিন্দারা প্রধান পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে স্বরূপনগর থানায় সাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষিকা ও ভ্যানচালককে গ্রেপ্তার করেছে  পুলিশ চারঘাট ।এর কিছু নেই কোনো রাজনৈতিক চক্রান্ত কিংবা অন্য কোন বিষয় আছে সেটা খতিয়ে দেখছে পুলিশ এখন প্রশ্ন হচ্ছে কি করে ছাত্র-ছাত্রীদের পাওনা সরকারি সাইকেল স্কুলের বাইরে আসলো একাধিক প্রশ্ন উঠে গেল। এর পিছনে অন্য কোন পূর্বপরিকল্পিত চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন গ্রেপ্তার হওয়ার ঘটনায় চারঘাট স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রধান শিক্ষিকা ও ভ্যানচালককে  আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 

04:52Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
04:47নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
09:35Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির
06:39'এখন সুতো গোটাচ্ছে, যতদিন যাবে যন্ত্রণা বাড়বে' কাদেরকে ঠুকলেন শুভেন্দু?
09:06Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
10:55'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
04:02West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস
06:52হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
03:57কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
09:29Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর