জমি অধিগ্রহণকে কেন্দ্র করে অগ্নিগর্ভ আলিপুরদুয়ারের মাঝিরডাবরি এলাকা। আলিপুরদুয়ার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য মাঝেরডাবরি চা বাগানের পরিত্যক্ত জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন ঠইকাদার সংস্থার অফিস ও গাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস চালাতে হয় পুলিশকে। শুরু হয় জনতা -পুলিশ খণ্ডযুদ্ধ। পরবর্তী সময়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। তবে এলাকাবাসী বাধা দিলেও লিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলবে বলে জানিয়েছে প্রশাসন।
জমি অধিগ্রহণকে কেন্দ্র করে অগ্নিগর্ভ আলিপুরদুয়ারের মাঝিরডাবরি এলাকা। আলিপুরদুয়ার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য মাঝেরডাবরি চা বাগানের পরিত্যক্ত জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। প্রকল্পের নির্মাণ কাজ চলাকালীন ঠইকাদার সংস্থার অফিস ও গাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস চালাতে হয় পুলিশকে। শুরু হয় জনতা -পুলিশ খণ্ডযুদ্ধ। পরবর্তী সময়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। তবে এলাকাবাসী বাধা দিলেও লিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলবে বলে জানিয়েছে প্রশাসন।