আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই পুরুলিয়ায় মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে ভাসছে পুরুলিয়া। সোমবার থেকেই মেঘলা আকাশ ছিল সেখানে। সোমবার রাতেও হালকা বৃষ্টি হয় সেখানে। মঙ্গলবার সকালে সূর্যের দেখা মিললেও পরে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই পুরুলিয়ায় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দফতর থেকে আগেই জানিয়ে দিয়েছিল পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই মতোই সোমবার রাত থেকেই পুরুলিয়ায় শুরু হয় বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে ভাসছে পুরুলিয়া। সোমবার থেকেই মেঘলা আকাশ ছিল সেখানে। সোমবার রাতেও হালকা বৃষ্টি হয় সেখানে। মঙ্গলবার সকালে সূর্যের দেখা মিললেও পরে শুরু হয় বৃষ্টি। বেলা গড়াতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকালে কিছুক্ষণের জন্য সূর্য দেখা গেলেও বেলা বাড়তেই বর্ষাকালের মতই মেঘে ঢেকে যায় আকাশ আর সেই সঙ্গেই শুরু হয় বৃষ্টি। বিকেল হতেই ঝড়ো হাওয়ার সাঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেখানে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির জেরে সেখানে ফসলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ১৬ তারখে আবহাওয়া ফের স্বাভাবিক হবে। তবে বুধবারেও সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে সেখানে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জলও জমে গিয়েছে।