শনিবার মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ। শুক্রবার সকালে ইসকন হেলিপ্যাডে চলল হেলিকপ্টারের ট্রায়াল রান। বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব নৃসিংহদেব দর্শনের পর কিছু সময় সাংবাদিক সম্মেলন করবেন। এরপর সমাধিমন্দিরে গিয়ে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের সমাধি মন্দিরে পুষ্পার্ঘ অর্পণ করার পর অডিটোরিয়ামে বিভিন্ন মঠ মন্দিরের মহারাজ সাধুসন্তদের নিয়ে মহাপ্রভুর জীবনাবলি আলোচনা করবেন। এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি।