পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। সেই সন্দেহেই স্ত্রী এবং প্রতিবেশী এক যুবককে বেঁধে রেখে মারধর করল স্বামী এবং গ্রামবাসীরা। শুধু তাই নয়, স্ত্রীকে শাস্তি দিতে তাঁর মাথার চুল কেটে নিল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। বর্বরোচিত এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়কোলা এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম শরিফুল বৈদ্য। বেশ কয়েকদিন আগে ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অত্যাচারের জেরে অসুস্থ তরুণীকে হাসপাতালেও ভর্তি করতে হয়। গৃহবধূর উপরে নির্যাতনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ঘটনার কথা জানাজানি হয়।
স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় রায়কোলার শরিফুল বৈদ্য সঙ্গে। তাঁদের দু' টি কন্যাসন্তান রয়েছে। ওই গৃহবধূর বাবার অভিযোগ, টাকা-পয়সা আনার জন্যও বিভিন্ন রকম ভাবে তাঁর মেয়ের উপরে চাপ দিত শরিফুল। সম্প্রতি স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের পরকীয়া সম্পর্কের অভিযোগ তোলে শরিফুল। ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। মারধর করে গৃহবধূর স্বামী তাঁকে দিয়ে তালাকনামাতে তার থেকে জোর করে টিপ সই করিয়ে নেয় বলেও অভিযোগ। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে গৃহবধূর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গৃহবধূর পরিবার। এ দিন দেগঙ্গা থানার পুলিশ গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে তাঁদের থানায় নিয়ে গিয়ে অভিযোগও দায়ের করে। অভিযুক্ত শরিফুল মারধরের কথা স্বীকার করে নিয়েছে। তার অভিযোগ, প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেছিল সে। এমন কী, ঘটনার দিন স্ত্রী ওই প্রতিবেশী যুবকের সঙ্গে পালানোর চেষ্টাও করে বলে অভিযোগ শরিফুলের।