কলকাতার পর এবার হাওড়ায় মদ্যপ মহিলার তান্ডব। বুধবার রাতে হাওড়ার আন্দুলে ঘটে এই ঘটনা। মহিলাকে প্রথমে দেখতে পান তিন যুবক। প্রথমে তাঁরা ওই মহিলাকে হাওড়ার আন্দুলে একটি এটিএম কাউন্টার-এর মধ্যে নগ্ন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কলকাতার পর এবার হাওড়ায় মদ্যপ মহিলার তান্ডব। বুধবার রাতে হাওড়ার আন্দুলে ঘটে এই ঘটনা। মহিলাকে প্রথমে দেখতে পান তিন যুবক। প্রথমে তাঁরা ওই মহিলাকে হাওড়ার আন্দুলে একটি এটিএম কাউন্টার-এর মধ্যে নগ্ন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দেখতে ভিড় করে বহু মানুষ। ক্যামরা বন্দি হয়েছে ঘটনার মুহূর্তের ছবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ। এটিএম ভাঙার চেষ্টা করেন মহিলা। সেখানে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ওই তিন যুবকের সঙ্গে মহিলাকে নিয়ে পৌঁছান হয় হাওড়া সাঁকরাইল গ্রামীণ হাসপাতালে। সেখানে ওই মহিলার প্রাথমিক চিকিৎসার পরে তাদের নিয়ে যাওয়া হয় থানায়। এরপরই সাঁকরাইল থানা তিন যুবককেও থানায় বসিয়ে রাখার অভিযোগ। থানায় বসিয়ে রেখে হেনস্থার অভিযোগ আনেন শৌনক দাশগুপ্ত-র। সূত্রের খবর ৩ যুবককেও গ্রেফতার করা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়।