একটি মাত্র চোখ নিয়ে উচ্চ মাধ্যমিকে কামাল করল অভাবী মেধাবী ছাত্র রজত, জানাল আগামীর স্বপ্ন

হৃদয়পুরের রজত ভট্টাচার্য এক চোখ নিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় প্রশংসনীয় ফল অর্জন করেছে,চোখ হারানো যন্ত্রণা শুক্রবার জানালেন রজত।এখনো রেজাল্ট হাতে পায়নি,অনলাইনে জানতে পেরেছে সে ৩৮৯ নম্বর পেয়েছে,আরো ভালো রেজাল্ট আশা করেছিলো রজত।

হৃদয়পুরের রজত ভট্টাচার্য এক চোখ নিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় প্রশংসনীয় ফল অর্জন করেছে,চোখ হারানো যন্ত্রণা শুক্রবার জানালেন রজত।এখনো রেজাল্ট হাতে পায়নি,অনলাইনে জানতে পেরেছে সে ৩৮৯ নম্বর পেয়েছে,আরো ভালো রেজাল্ট আশা করেছিলো রজত।কোন শিক্ষক ছাড়াই এক চোখ নিয়ে পরিক্ষা দিয়ে এই রেজাল্টা,আর যদি দুটি চোখ ঠিক থাকতো তাহলে কোন র‍্যাঙ্ক করতো বলে বিশ্বাস বাবা অশোক ভট্টাচার্য।বাবা একটি রেশব দোকানে কাজ করে,কোবভাবেই চলে সংসার। ২০১২ সালে দুর্গাপুজোর সময় বাজি ফেটে রজতের ডান চোখে আঘাত লাগে তারপর থেকে অনেক চিকিৎসা করেছে কিন্তু চোখ আর ফিরে পায়নি,তবে চিকিৎসক দের আশায় এখনো চোখ ঠিক হওয়ার সুযোগ আছে রজত ভট্টাচার্য এর।সরকারি কোন সাহায্য পায়না এই পরিবার,সেই বিষয়ে কিছুটা আক্ষেপ শোনা গেলো অশোক ভট্টাচার্যের গলায়।গ্রাজুয়েশন শেষ করে WBCS পড়ার ইচ্ছা রজতের।পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো,কোন শিক্ষক না থাকলেও যখনই কোন জায়গায় আটকাতো তখন পরিচিত কিছু দাদারা সহযোগিতা করতো বলে জানায় রজত।
 

02:37‘বাংলাদেশের এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার