জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলেই ঝোঁক। ভোটের আগে যেন বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক লেগেছে। এবার বিজেপিতে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু। বুধবার হেমতাদের ৫০টি সংখ্যালঘু পরিবারের প্রায় ১০০ জন সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলা সভাপতি তুলে দেন পতাকা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতারা।