বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের রাজ্য সরকারের রাস্তার উপরে এক হাঁটু জল, এছাড়া অল্প বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছে আশেপাশের বাসিন্দারা, তেমনই ডেঙ্গুর প্রকোপে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা
রাজ্য সরকারের রাস্তার উপরে এক হাঁটু জল | ঘটনাটি বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের | পাশাপাশি গ্রামে জল ডুকছে পাশেই ভারত বাংলাদেশ সীমান্তের পদ্মাখাল থেকে | অল্প বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছে আশেপাশের বাসিন্দারা | মশা বাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ধীরে ধিরে বাড়ছে এই এলাকায় | বেহাল নিকাশি ব্যবস্থায় ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয় বাসিন্দারা | চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী বিশ্বাস বলেন, বারবার আমরা জেলা প্রশাসনকে বলেছি, এটা পূর্ত দপ্তরের অধীনে এই রাস্তা একটু বৃষ্টি হলে জল জমে যায়