শান্তিপুরে ঝড়ের তান্ডব। ভোররাতে হঠাৎ তান্ডবলীলা চালাতে শুরু করে ঝড়। প্রায় ২৫ সেকেন্ড মত ঝড় চলে সেখানে। ঝড়ের জেরে ভেঙে পড়ে ইলেকট্রিক পোল। ঝড়ে ক্ষতি হয়েছে আমবাগানেরও। এছাড়াও বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তান্ডবে। এছাড়াও বহু বড় বড় গাছ ভেঙে পড়েছে সেখানে। শুধু শান্তিপুরই নয় নদিয়ার কল্যাণীতেও চলে ঝড়ের তান্ডব। সেখানে এলাকায় স্থানীয়দের উদ্যোগে শুরু হয় গাছ কাটার কাজ।