রাতের অন্ধকারে আহত হায়না উদ্ধার (hyena)। পুরুলিয়ার রঘুনাথপুরে (Purulia) বনদপ্তর গিয়ে উদ্ধার করে হায়টিকে। গাড়ির ধাক্কায় হায়নাটি আহত হয় বলে অনুমান। স্থানীয়রাই প্রথম হায়নাটিকে দেখতে পায়। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার বিবেক ওঝাও জানান, সম্ভবত কোন গাড়ির ধাক্কায় হায়নাটি জখম হয়েছে। চিকিৎসার পর হায়নাটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তরের কর্মীরা। এর আগেও সেখানে এমনটা হয়েছে বলে সূত্রের খবর।
রাতের অন্ধকারে আহত হায়না উদ্ধার (hyena)। পুরুলিয়ার রঘুনাথপুরে (Purulia) বনদপ্তর গিয়ে উদ্ধার করে হায়টিকে। গাড়ির ধাক্কায় হায়নাটি আহত হয় বলে অনুমান। স্থানীয়রাই প্রথম হায়নাটিকে দেখতে পায়। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার বিবেক ওঝাও জানান, সম্ভবত কোন গাড়ির ধাক্কায় হায়নাটি জখম হয়েছে। চিকিৎসার পর হায়নাটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তরের কর্মীরা। এর আগেও সেখানে এমনটা হয়েছে বলে সূত্রের খবর।