জয় শ্রীরাম নিয়ে এবার রক্তারক্তি কাণ্ড রাজ্যে। জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে এক বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগতপুরে। আহত ওই বিজেপি কর্মীর নাম অসিত দাস। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, রবিবার অসিত বাবুর ভাগ্নে ধীরজ পালই জয় শ্রীরাম বলায় ছবিলাল দাসের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী তাঁক উপরে হামলা চালায়। এর প্রতিবাদ করতে যান অসিতবাবু। আহত অসিতবাবুকে উদ্ধার করে অভিযোগ, তখনই তাঁকে কাটারি দিয়ে আঘাত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে মহিষাদল থানার পুলিশ।