তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার দীপক কান্দু। ছেলেকে ফাঁসানো হচ্ছে, দাবি দীপক কান্দুর মা-এর। খুনের দিন বাড়িতেই ছিলেন না দীপক কান্দু, জানালেন তিনি। খুনের দিন পুরুলিয়ায় গিয়েছিলেন দীপক, দাবি তাঁর। ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, জানালেন দীপকের মা।
তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার দীপক কান্দু (Dipak Kandu)। ছেলেকে ফাঁসানো হচ্ছে, দাবি দীপক কান্দুর মা-এর। খুনের দিন বাড়িতেই ছিলেন না দীপক কান্দু, জানালেন তিনি। খুনের দিন পুরুলিয়ায় গিয়েছিলেন দীপক, দাবি তাঁর। ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, জানালেন দীপকের মা। প্রসঙ্গত, তপন কান্দু হত্যা কাণ্ডে গ্রেফতার তার ভাইপো দীপক কান্দু। রবিবার, ১৩ ই মার্চ গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস থেকে নির্বাচিত কাউন্সিলর তপন কান্দু। তপন কান্দুর মৃত্যুর পরেই তাঁর দাদা নরেন কান্দু এবং নরেন কান্দুর ছেলে দীপক কান্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ঝালদা থানার পুলিশ (Jhalda police station)। অবশেষে ঝালদা কাণ্ডের ৪৮ ঘন্টা পরে মঙ্গলবার রাতে দীপক কান্দুকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধেও পুরুলিয়া পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঝালদা থানার আইসি-র (IC) সঙ্গে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর একটি অডিও টেপ ভাইরাল হয়েছে।