ক্রিসমাস আসতে আর বেশি দেরি নেই। জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। আর শীতেম আমেজ উপভোগ করতে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় এখন উপচে পড়ছে পর্যটকদের ভিড়।
ক্রিসমাস আসতে আর বেশি দেরি নেই। জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। আর শীতেম আমেজ উপভোগ করতে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় এখন উপচে পড়ছে পর্যটকদের ভিড়। বুধবার থেকেই সৈকত শহরের তাপমাত্রার পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে সকালে ঘন কুয়াশায় ঢেকেছে সমুদ্র শহর। সেই আমেজই এখন চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা। সকালে রোদের দেখা না মিললেও বেলা বাড়তেই উকি দেন সূর্যদেব। আর তার সঙ্গেই গরম জামা ও টুপি পড়েই সমুদ্রে পা ভেজাতে নেমে পড়েন উৎসাহী পর্যটকের দল।