দফায় দফায় বৈঠক, প্রচার করেও কৌশিকী অমাবস্যায় পুনার্থীদের আগমন আটকাতে পারল না প্রশাসন। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড থেকে হাজার হাজার পুনার্থী তারাপীঠ পুজো দিতে এসে একরাশ অভিমান নিয়ে ফিরে যান। কৌশিকী অমাবস্যা তারাপীঠে একটি বিশেষ দিন। বছরের এই দিনের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন। এই দিনে মা তারার পুজো দিলে পুন্যলাভ হয় বলে বিশ্বাস করেন অনেকেই। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর দেশের লক্ষ লক্ষ মানুষ ছুটে যান তারাপীঠে। কিন্তু করোনা অতিমারির কারণে গত বছর থেকে এই বিশেষ দিনে তারাপীঠে পুনার্থীদের প্রবেশের উপর নিষেধজ্ঞা জারি হয়েছে। এবছরও ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ মন্দির। করোনা বিধি মেনেই ভক্তশূণ্য তারাপীঠে এবার মায়ের পুজো। মন্দিরে তবে বিশেষ পুজোর আয়োজন রয়েছে। সন্ধ্যায় সেখানে থাকছে নিশি পুজোও।
দফায় দফায় বৈঠক, প্রচার করেও কৌশিকী অমাবস্যায় পুনার্থীদের আগমন আটকাতে পারল না প্রশাসন। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড থেকে হাজার হাজার পুনার্থী তারাপীঠ পুজো দিতে এসে একরাশ অভিমান নিয়ে ফিরে যান। কৌশিকী অমাবস্যা তারাপীঠে একটি বিশেষ দিন। বছরের এই দিনের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন। এই দিনে মা তারার পুজো দিলে পুন্যলাভ হয় বলে বিশ্বাস করেন অনেকেই। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর দেশের লক্ষ লক্ষ মানুষ ছুটে যান তারাপীঠে। কিন্তু করোনা অতিমারির কারণে গত বছর থেকে এই বিশেষ দিনে তারাপীঠে পুনার্থীদের প্রবেশের উপর নিষেধজ্ঞা জারি হয়েছে। এবছরও ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ মন্দির। করোনা বিধি মেনেই ভক্তশূণ্য তারাপীঠে এবার মায়ের পুজো। মন্দিরে তবে বিশেষ পুজোর আয়োজন রয়েছে। সন্ধ্যায় সেখানে থাকছে নিশি পুজোও।