খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে ধান কেনা শুরু হল নদিয়ার বেথুয়াডহরি রেগুলেটেড মার্কেটে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছে রাজ্য সরকার। নাকাশিপাড়া ব্লকের পাশাপাশি গোটা জেলার প্রতিটি ব্লকে কৃষকদের থেকে ধান কেনা হবে। এইভাবে সমস্ত ব্লকে সরাসরি ধান কেনায় উপকৃত হবেন জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য চাষিরা। এর আগে কৃষকদের কাছ থেকে ধান কিনত দালালরা। এখন সেই ধান কিনছেন সরাসরি প্রতিনিধীরা। তাদের কাছ থেকে ধান কুইন্টাল প্রতি ৮৬৮ টাকা দরে বিভিন্ন সমবায় সমিতি গুলোর মাধ্যমে এই ধান কেনার কাজ শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার সরাসরি কেনায় উপকৃত হচ্ছেন চাষিরা। এখন ধান কেনা হচ্ছে সমিতির মাধ্যমে আর সাঙ্গে সাঙ্গেই ধানের দরুন টাকা ঢুকে যাচ্ছে একাউন্টে। এতে যে রকম উপকৃত হচ্ছেন কৃষকরা ঠিক একই ভাবে রাজ্য সরকারও।