প্রতিমা, মণ্ডপ, আলোর সাজের জন্য চন্দনগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তার সঙ্গে এবার যুক্ত হল আলপনাও। জগদ্ধাত্রী পুজোর সময় এলাকার পরিবারকে সাজিয়ে তোলার জন্য অভিনব আলপনা প্রতিযোগিতার আয়োজন করেছিল চন্দননগরের আপনজন ক্লাব। এ বছর এই ক্লাবের পুজো অষ্টম বছরে পড়ল। এবার ওই পুজোর থিম মৎস্যপুরী। চন্দননগর স্টেশন রোড এলাকার এই পুজো যে রাস্তার উপরে হয়, সেই পথটিকেই আলপনা দিয়ে সাজানো হয়। সকাল আটটা থেকে শুরু হয় আলপনা প্রতিযোগিতা। শেষ হয় সকাল দশটায়। এলাকাকে সুন্দর করে সাজাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুজোর সম্পাদক অভী গোস্বামী।