বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় অতিকায় ময়াল সাপ। ঘটনাটি ঘটেছে খাজরা গ্রাম পঞ্চায়েতের বাগডিহাশোল গ্রামে। লম্বায় সাপটি প্রায় 7 ফুট এবং ওজন প্রায় ২৫ কেজি। অতিকায় এই সাপটি দেখেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বনদপ্তরে খবর গেলে বনদপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে সাপটিকে। সেখান থেকে উদ্ধার করে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এলাকবাসীদের অনুমান গ্রামের কাছেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গল থেকে কোন কারণে অতিবৃষ্টির ফলে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে সাপটি।