করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণই নেই। বরং যতদিন যাচ্ছে, আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। তাহলে কী এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হল? সেকথা কার্যত স্বীকার করে নিয়েছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় জুলাই মাস সপ্তাহে দু'দিন করে পুরোদস্তুর লকডাউন চলছে রাজ্যে। ব্য়তিক্রম ঘটবে না অগাস্টেও। অগাস্ট মাসে ৫,৮,১৬,১৭,২৩,২৪ এবং ৩১ তারিখ লকডাউনের দিন ধার্য করেছে সরকার। ১ অগাস্ট বকরি ঈদ ও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে অবশ্য সচল থাকবে রাজ্য। এদিকে ১৭ অগাস্ট আবার মনসা পুজো। জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় সেদিন মহা ধুমাম করে উৎসব পালিত হয়। জেলার ছোট-বড় সমস্ত হাটে মানুষের ভিড় উপচে পড়ে। মনসা পুজোয় হাঁস বলি দেওয়ার রীতি বহুদিনের। দিনভর চলে হাঁস কেনা-বেচা। কিন্তু পুজোর দিনে যদি লকডাউন জারি থাকে, তাহলে উৎসব হবে কী করে! তাই ১৭ অগাস্ট তো বটেই, তার আগের দিন অর্থাৎ ১৬ অগাস্টও রাজ্য সচল রাখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা