২৩ জুন দিনটি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিন। প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালন করে বিজেপি। এবছরও তার অন্যথা হল না। অন্যান্য বছরের মত এবছরও তাঁকে শ্রদ্ধার্ঘ জানান বিজেপি নেতৃত্বরা। আর এই দিনেই তাঁর জন্মভিটেতে গেলেন লকেট চট্টোপাধ্যায়। শ্যামাপ্রসাদের জন্মভিটে বলাগড়ে গিয়েছিলেন তিনি। সেখানে শ্যামাপ্রসাদের আত্মীয়-র সঙ্গে কথাও বলেন তিনি।