একটানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকা। বেশকিছু ওয়ার্ডে জলবন্দী মানুষ। সেইসব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র। জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন। এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান। অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। রাজপুর সোনারপুর পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক। এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আস্বাস দিয়েছেন তিনি।