নিম্নচাপ আপাতত উত্তরপ্রদেশ-বিহার লাগোয়া অঞ্চলে অবস্থান করছে। যার জেরে আগামী ৭২ ঘন্টা বৃষ্টির সম্ভবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কলকাতায় মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গে সাতটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। ১৭ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। মূলত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।