এবার গান্ধীজিকে নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়্গপুরের কৌশল্যাতে সভামঞ্চে দিলীপবাবু বলেন, আমাদের গান্ধী সংকল্প যাত্রা নিয়ে অনেকের অনেক চিন্তা। কেন বিজেপি গান্ধীজিকে নিয়ে চলেছে। গান্ধীজিকে কি কেউ পেটেন্ট করে রেখেছে ? নাকি কারও সম্পত্তি হয়ে গেছে?
এবার গান্ধীজিকে নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়্গপুরের কৌশল্যাতে সভামঞ্চে দিলীপবাবু বলেন, আমাদের গান্ধী সংকল্প যাত্রা নিয়ে অনেকের অনেক চিন্তা। কেন বিজেপি গান্ধীজিকে নিয়ে চলেছে। গান্ধীজিকে কি কেউ পেটেন্ট করে রেখেছে ? নাকি কারও সম্পত্তি হয়ে গেছে?ভারতবর্ষে শতশত মহাপুরুষ রয়েছেন, যারা দেশরক্ষার জন্য আত্মত্যাগ করেছেন । তাদের সকলকে সম্মান শ্রদ্ধা করি । ঠিক সময়ে আমরা তাদের স্মরণ করি। সমাজের বর্তমান প্রেক্ষাপটে গান্ধীজির সার্ধশত জন্মবর্ষে তার আদর্শ নিয়ে বর্তমানে দেশের হিংসার সমাধান করতে চাই। প্রধানমন্ত্রীও গান্ধীজিকে অনুকরণ করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে গ্রাম বিকাশের কথা বলেছেন।