ক্রেতার ছদ্মবেশে হানা, এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি পাইপ গান। বৃহস্পতিবার মাঝ রাতে মালদহের চাঁচল থেকে গ্রেপ্তার বিহারের কাটিহারের বাসিন্দা অস্ত্র ব্যবসায়ী। ধৃত ব্যাক্তির নাম সঞ্জীব মন্ডল, বয়স ৪৬ বছর, বাড়ি বিহারের কাঠিয়ার আমেদাবাদ থানার ভারাটোলা এলাকায়। চাঁচল থানার মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুরের একটি লিচু বাগানে আগ্নেয়অস্ত্র পাচারের ছক কষছিল ধৃত ওই ব্যাক্তি।
পুলিশ খবর পেয়ে সেই লিচু বাগানে ক্রেতার ছদ্মবেশ পৌঁছয়। ঠিক সেই মুহূর্তেই পান্ডা সঞ্জীব মন্ডলকে হাতেনাতে ধরে। গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। শুক্রবার ওই অস্ত্র ব্যবসায়ীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।