বিধানসভা ভোট মিটে যাওয়ার পর কেটে গিয়েছে প্রায় ২ মাস। এখনও দেখা মেলেনি মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। করোনার এই পরিস্থিতিতে একবারও দেখা যায়নি তাঁকে। এই নিয়েই কটাক্ষ করতে শোনা গেল তৃণমূলকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিখোঁজের পোস্টও করতে দেখা যায়। কোথাও আবার তাঁকে কটাক্ষ করে লেখা হয়েছে 'করোনার অক্সিজেনের প্রয়োজন হলে দিল্লিতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য।' নির্বাচনে জয়ের পরও তিনি নাকি একবারও সেখানে জাননি। এমনটাই জানাচ্ছেন বিরোধী দলের নেতারা।