মালদার গঙ্গায় ফের ভাঙ্গন, তলিয়ে গেল আস্ত মন্দিরের একাংশ। পুজোর আগেও নদী ভাঙনের মুখোমুখি হয়েছে মালদা। এবার ভাঙ্গনে তলিয়ে গেল মন্দিরের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারলালপুর এলাকায়। মালদায় ভাঙন-বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি । তৃণমূল-বিজেপির মধ্যে চলছে দায় ঠেলাঠেলি । বিজেপির দাবী রাজ্য সরকার না পারলে, কেন্দ্রকে দিক।
মালদার গঙ্গায় ফের ভাঙ্গন, তলিয়ে গেল আস্ত মন্দিরের একাংশ। পুজোর আগেও নদী ভাঙনের মুখোমুখি হয়েছে মালদা। এবার ভাঙ্গনে তলিয়ে গেল মন্দিরের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারলালপুর এলাকায়। মালদায় ভাঙন-বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি । তৃণমূল-বিজেপির মধ্যে চলছে দায় ঠেলাঠেলি । বিজেপির দাবী রাজ্য সরকার না পারলে, কেন্দ্রকে দিক।