প্রায় ১২ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে মালদহে। সেই বৃষ্টিতেই এখন জল জমেছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জল জমেছে হাসপাতালের মধ্যেও। মেডিসিন ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটার জল জমে রয়েছে সর্বত্র। পাম্প চালিয়ে অবশ্য জল নিকাশির ব্যবস্থা চলছে সেখানে। গোটা শহরই জলমগ্ন হওয়ার কারণেই জল নিকাশিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জল জমায় তবে অসুবিধায় পড়তে হচ্ছে রোগী থেকে চিকিৎসক সকলকেই।