মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি সমর্থকরা। এ দিন উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায় দলীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে কল্যাণী রথতলা মোড়ে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেন কিছু বিজেপি সমর্থক। বিজেপি সমর্থকরা স্লোগান দিলেও এ দিন অবশ্য মেজাজ হারাননি মুখ্যনমন্ত্রী। জয় শ্রীরাম স্লোগানের মধ্যে দিয়েই বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।
পরে কাঁচরাপাড়ার সভা থেকে মমতা বলেন, 'হাজার বিক্ষোভকারীদের মধ্যে দিয়ে আমি হেঁটে যেতে পারি। আমি শান্ত থাকলে খুব ভাল, হয় আঁকি, নয় লিখি নয়তো গান গাই। কিন্তু রেগে গেলে আমি অপ্রতিরোধ্য। মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়।' ভোটের পরে নৈহাটিতে সভা করতে যাওয়ার সময় একই ভাবে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সেবার অবশ্য গাড়ি থেকে নেমে পাল্টা সরব হন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।