মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই সন্দেশখালিরর ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে এই অভিযোগই তুললেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার রাতে সন্দেশখালির ঘটনা ঘটার পরে দিল্লি থেকে কলকাতায় পৌঁছে মুকুল বলেন, "সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছেন।" গোটা ঘটনার কথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েছেন বলেও দাবি করেন মুকুল রায়। রবিবারই মুকুলের নেতৃত্বে সন্দেশখালি যায় বিজেপি-র একটি প্রতিনিধি দল।