'দিদি কিছু বলতে চাই' পোস্টার হাতে চাকরিপ্রার্থী, আসানসোলে মুখ্যমন্ত্রীর সভায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পোস্টার ছিঁড়ে, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। মমতা বলেন, এটা এখন আদালতের বিষয়। 'আদালত নির্দেশ দিলে আমি মেনে নেব'। 'আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে আরও ৫ হাজার রেখেছি যারা বঞ্চিত হয়েছে, কোর্ট অর্ডার না দিলে করতে পারবো না। এদিন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন মমতা। আপনাদের হয়ে যারা আদালতে লড়ছে তাদের বলুন। বিকাশ বাবুকে বলুন চাকরিটা করে দিতে।
আসানসোলে মুখ্যমন্ত্রীর সভায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পোস্টার ছিঁড়ে, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। মমতা বলেন, এটা এখন আদালতের বিষয়। 'আদালত নির্দেশ দিলে আমি মেনে নেব'। 'আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে আরও ৫ হাজার রেখেছি যারা বঞ্চিত হয়েছে, কোর্ট অর্ডার না দিলে করতে পারবো না। এদিন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন মমতা। আপনাদের হয়ে যারা আদালতে লড়ছে তাদের বলুন। বিকাশ বাবুকে বলুন চাকরিটা করে দিতে।