ভোটের আগে হাতে আর মাত্র কটা মাস। জোড় কদমে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্ততি। এবার ভোটের আগেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মীদের উতসাহিত করতেই তাঁর এই সফর। তিন দিনের সফরে তিনি সেখানে গিয়েছেন। সোমবার শিলিগুড়িতে তাঁর জনসভা মঙ্গলবার জলপাইগুড়িতে। এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা হতে চলেছে। এমনটাই মনে করছেন দলের সদস্যরা।